কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

মানবজমিন প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০০:০০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ সংবাদ সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ভিসি তার নিজের দুর্নীতি ঢাকতে রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, ইউজিসি, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন তার উপযুক্ত প্রমাণ দেয়া ও জাতির কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ভিসি মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেরোবি ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্‌র অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমরা ২০১৯ সালের ২৪, ২৫ ও ২৬শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেই এবং ২০২০ সালের ২০শে ডিসেম্বর দ্বিতীয়বার অভিযোগ দেয়া হয়। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত করে গত ২৫শে ফেব্রুয়ারি ইউজিসি’র তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি প্রধানমন্ত্রীর নামে হল, ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিটিউট, স্বাধীনতা স্মারকের ডিজাইন পরিবর্তন করে ভিসির লাখ লাখ টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং ভিসিকে শাস্তির আওতায় আনার জন্য সুপারিশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এইচ এম তারিকুল ইসলাম, সদস্য আব্দুল লতিফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত