![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fctg-20210304192410.jpg)
বড়দের মারামারিতে আহত শিশু সংকটাপন্ন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিউরো সার্জারি বিভাগের একটি সিটে দুই মাস বয়সী শিশু উম্মে হাবিবার মাথার পাশে বসে মা লালু ঝর্ণা অঝর ধারায় কাঁদছেন। মাঝে মাঝে শিশুটির গায়ে হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়ছেন। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার শিশুটির হুঁশ নেই।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরিত্যাখালী এলাকায় বড়দের মারামারিতে ইটের আঘাতে শিশুটি আহত হয়। তার মাথা ফেটে গেছে।