![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Mar/1614861335_cow.jpg)
হরিয়ানায় গরুর পেট থেকে উদ্ধার ৭১ কেজি প্লাস্টিক, পরে মৃত্যু
গর্ভবতী গরুর পেট থেকে ৭১ কেজি প্লাস্টিক বার করলেন পশু চিকিৎসকরা। তবে গরু এবং তার বাচ্চাকে বাঁচাতে পারেননি তাঁরা। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের। গত ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল গরুটি। সেটিকে উদ্ধার করে পশুদের নিয়ে কাজ করা ফরিদাবাদের একটি সংস্থা।
- ট্যাগ:
- জটিল
- প্লাস্টিক বর্জ্য
- গরুর ভুড়ি