বাংলাদেশের পথে মেট্রোরেলের প্রথম ট্রেন
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১৮:২২
ঢাকায় নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের জন্য প্রথম ট্রেনটি জাপানের কোবে বন্দর থেকে আজ বৃহস্পতিবার ছেড়ে এসেছে। আগামী মাসের শেষের দিকে এটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ট্রেনটি জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে।’
এই ট্রেনটি গত ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার এবং ২৩ এপ্রিল মংলা বন্দর হয়ে রাজধানীর দিয়াবাড়ির একটি ডিপোতে পৌঁছনোর কথা ছিল।