ছয় ছক্কা হাঁকানোর গল্প শোনালেন ক্যারিবীয় তারকা পোলার্ড
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১৬:০৪
২০০৭ সালের মার্চে ওয়ানডেতে এই কীর্তি প্রথম গড়েন প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই কীর্তি করেন ভারতের যুবরাজ সিং। এরপর কেটে গেছে অনেক বছর। এতদিন পর ক্রিকেটপ্রেমীদের এক ওভারে ছয় ছক্কা দেখার স্বাদ দিলেন কাইরন পোলার্ড।
অ্যান্টিগায় স্বপ্নের মতো দিন পার করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। আকিলা ধনঞ্জয়ার এক ওভারে ছয় ছক্কার গল্প লিখলেন তিনি। ম্যাচ শেষে জানালেন, ছয় ছক্কা হাঁকানোর পেছনের ছক। পোলার্ড জানালেন, তৃতীয় ছক্কা হাঁকানোর পরই ছয় ছক্কা মারার চিন্তা আসে তার মাথায়। এরপর স্রেফ নিজের ওপর আস্থা রেখে বল মোকাবিলা করেছেন।