কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রক্তাক্ত দিন শেষে ফের রাস্তায় মিয়ানমারের বিক্ষোভকারীরা

ইত্তেফাক মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১৫:২০

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে বুধবার (৩ মার্চ) ৩৮ জনের প্রাণহানি ঘটেছে । রক্তাক্ত ঐ দিনের পর বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমেছে দেশটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারও বিক্ষোভকারীদের মিছিলে বেশ কয়েক জায়গায় পুলিশ টিয়ার গ্যাস এবং গুলি চালিয়েছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জান্তা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দমন-পীড়ন বিশ্ব থেকে আড়াল করার প্রচেষ্টায় ইন্টারনেট সংযোগ বন্ধ ও ফেসবুক নিষিদ্ধ করেছে।

বুধবারের সহিংস হামলার একটি ফুটেজে রয়টার্সের প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি চালাতে দেখা গেছে। দেশটিতে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি লোক নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও