বেশি আয়ের লোভে ফটোগ্রাফি পেশা ছেড়ে মলমপার্টিতে

জাগো নিউজ ২৪ সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১৪:৫০

পেশায় কেউ ছিলেন দোকানের কর্মচারী আবার কেউ ছিলেন ফটোগ্রাফি পেশায়। বর্তমানে এসব পেশায় আয়-রোজগার কম হওয়ায় তারা পেশা বদলে ছিনতাই-মলমপার্টিতে যুক্ত হয়। রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থেকে থেকে অভিযান চালিয়ে মলমপার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতাররা হলেন- মূলহোতা স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহীদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহীদুল ইসলাম ওরফে শহীদুল (৩৩) ও হাবিবুর রহমান সিরাজ ওরফে সিরাজ মুন্সী (৫০)। এ সময় তাদের কাছ থেকে চারটি প্লাস্টিকের ছোট কৌটাভর্তি মলম, ছোট একটি প্লাস্টিকের কৌটায় টাইগার বাম জাতীয় মলম, একটি স্টিলের ছোট কাঁচি, একপাতা ঘুমের ওষুধ জব্দ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও