কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওগাঁর হাটে কমেছে আলুর দাম

সময় টিভি নওগাঁ সদর প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১৩:২১

সরবরাহ বাড়‌ায় নওগাঁর হাটগু‌লো‌তে আলুর দর মণপ্রতি দেড়শ' টাকা প‌ড়ে গে‌ছে। চাষিরা বল‌ছেন, স্থানীয় ব‌্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায‌্য দর থে‌কে ব‌ঞ্চিত হচ্ছেন তারা। তবে, দূরের পাইকার না আসায় আলুর দর পড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

এ অবস্থায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কিত চাষিরা। প্রতিদিন ভোর থে‌কে হাঁক-ডা‌কে জ‌মে ওঠে নওগাঁর ভান্ডারপুর পাইকারি হা‌টে আলু বেচাকেনা। বস্তায় ভ‌রে বি‌ভিন্ন যানবাহ‌নে করে হাটে আলু আনেন প্রা‌ন্তিক চাষিরা। কা‌র্ডিনাল, হলান্ড, সাদা পাপড়িসহ স্থানীয় জা‌তের আলুর সরবরাহ বে‌ড়ে‌ছে হা‌টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও