![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fe0420be7-a545-4f96-874b-3824dc5211f7%252FUntitled.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাবার পথেই হাঁটবেন জেনিফার গেটস
নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানবসেবায় কাজ করতেই বেশি আগ্রহী জেনিফার গেটস। নামের শেষের অংশ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জেনিফার গেটস আসলে কে। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের বড় মেয়ে।
বিল গেটস ও মেলিন্ডার তিন সন্তান। এর মধ্যে বড় কন্যা জেনিফার ক্যাথেরিন গেটস। এরপর ররি জন গেটস ও ফিবি অ্যাডেল। ২৪ বছর বয়সী জেনিফার বিল গেটস ইতিমধ্যে নিজের ক্যারিয়ারের পথে হাঁটতে শুরু করেছেন। প্রশ্ন জাগতে পারে, কোটিপতি বাবার বড় মেয়ে হয়ে কাজ করার দরকার কী?