
ফের বাড়ছে করোনা, সাবধানতায় নয়া পদক্ষেপ সিকিমের
আচমকা দৈনিক আক্রান্তের সংখ্যা বিপজ্জনকভাবে উর্ধ্বগামী। ফের ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণের পরিসংখ্যান। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মহারাষ্ট্র, কেরালা সহ পাঁচ রাজ্যে তরতর করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই পরিসংখ্যানের ভিত্তিতে মহারাষ্ট্র, তামিলনাড়ু,
কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটক থেকে সিকিমে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে সেই রাজ্যের প্রশাসক। পশ্চিমবঙ্গে থেকেও সিকিমে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। এতেই শেষ নয়, শিলিগুড়ি সীমান্তে অর্থাৎ সিকিমের প্রবেশপথে স্ক্রিনিং ডোর লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার।