You have reached your daily news limit

Please log in to continue


বাণিজ্য, সংযুক্তি ও পানি বণ্টন গুরুত্ব পাবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। মূলত তাঁর এ সফর চূড়ান্ত করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন। এক দিনের এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকের পর জয়শঙ্কর ঢাকা সফর করছেন। এ সফরে তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার সুযোগ পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন