You have reached your daily news limit

Please log in to continue


নগ্ন হয়ে নাচতে হবে ! তদন্তের নামে পুলিশের নোংরামি, তদন্তে বিভাগীয় কমিটি

রক্ষকের এমন আচরণ যে লজ্জায় মাথা ঝোঁকাতে হচ্ছে পুরো প্রশাসনকে। হস্টেলে ঢুকে মেয়েদের নগ্ন করে নাচানোর অভিযোগ উঠেছে খোদ পুলিশকর্মীদের বিরুদ্ধেই। এমন ভয়ানক অভিযোগে শোরগোল মহারাষ্ট্র বিধানসভায়। তদন্তের দাবিতে সরব বিরোধীদের চাপে পড়ে চার সদস্যের কমিটিকে তদন্তের ঘটনার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সম্প্রতি জলগাঁও এলাকার এক হস্টেলে মারাত্মক ঘটনার কথা সামনে আসে। ওই হস্টেলের কিছু আবাসিক পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নির্যাতিত ছাত্রীরা জানিয়েছেন, তদন্তের নাম করে বেশ কিছুদিন ধরে পুলিশ ও বাইরের কিছু লোক হস্টেলে ঢুকে তাদের সঙ্গে অশালীন আচরণ করছে। হস্টেলে এসে জোর করে ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করছে তারা। ভয় দেখিয়ে নগ্ন মেয়েদের নাচতেও হচ্ছে তাদের ইশারায়। ছাত্রীদের এই নাচ ভিডিও করছেন তাঁরা বলে অভিযোগ নির্যাতিতাদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন