![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/03/03/210127thumbnail_kotalipara_photo(1).jpg)
তালিকা থেকে নাম উধাও! লজ্জায় মরতে চাইছেন বীর মুক্তিযোদ্ধা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক প্রকাশিত তালিকায় 'সন্দেহ' ক্যাটাগরিতে নিজের নাম দেখে আত্মহত্যার হুমকি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন হাওলাদার। এ তালিকায় নাম থাকাটা তাঁর জন্য লজ্জা ও অপমানের বলে জানান তিনি।
দ্রুত সময়ের মধ্যে তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা না হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলে স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন সোহরাব হোসেন হাওলাদার। তিনি উপজেলার পূর্ণবতী গ্রামের মৃত ছবেদালী হাওলাদারের ছেলে। তার গেজেট নম্বর ১৭৬৫।