You have reached your daily news limit

Please log in to continue


প্রেমিককে নিয়ে নিজের ছেলেকে গাড়িচাপায় হত্যা করে নদীতে ফেলল মা!

প্রেমিককে সঙ্গে নিয়ে থানায় হাজির মার্কিন নারী ব্রিটনি গনজে। তার অভিযোগ নিজের ছয় বছরের ছেলে জেমস হাচিনসন নিখোঁজ। তবে পুলিশ তদন্তে নেমে উদঘাটন করে ঘটনার মূল রহস্য। সম্পূর্ণ অপ্রত্যাশিত মোড় নেয় ঘটনা। পুলিশ জানায়, ব্রিট্যানি এবং তার ৪২ বছরের প্রেমিক হ্যামিলটন মিথ্যে বলছেন। তারাই হত্যা করেছেন নিষ্পাপ শিশুটিকে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের মিডলটাউন শহরে। অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে লাল চুলের, চশমা-চোখের জেমস হাচিসনকে উদ্ধার করতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বেরিয়ে আসে মূল ঘটনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন