টেন্ডার ছাড়াই সামাজিক বনায়নের গাছ কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশ প্রতিদিন গৌরনদী প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১৪:৫৩

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা-সমরসিংহ বেড়িবাঁধের সামাজিক বনায়নের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। খাল পুনঃখননের মাটি বেড়িবাঁধের উপর রাখার অজুহাতে স্থানীয় বন কর্মকর্তার মৌখিক নির্দেশে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতির নেতৃত্বে শ্রমিকরা বেড়িবাঁধের একপাশের (রিভার সাইড) কয়েকশ’ গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা বন বিভাগ সূত্র জানায়, সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে ২০১০-১১ অর্থবছরে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড ব্রিজ থেকে সমরসিংহ পর্যন্ত ৩ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুই পাশে সামাজিক বনায়ন করার জন্য ২০১০ সালের জানুয়ারি মাসে পানি পাউবো ও উপজেলা বন বিভাগের সাথে ৩টি সমিতির সামাজিক বনায়নের চুক্তি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও