সাইবেরিয়ার শহর বার্নাউলের একটি সার্কাসের বাঘকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। আট মাস বয়সী সেই ব্যাঘ্র শাবককে গর্জন করতে এখনও কেউ শোনেনি। তবে সেটির গলা থেকে মধুর সুর শুনেছেন অনেকেই। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটি ছোট থেকেই ওরকম ডাক ছাড়ে। এখন সেই ডাক আগের থেকে অনেকটাই বেড়েছে।
Vitas নামের সেই বাঘটিকে দেখতে রোজ দলে দলে মানুষ আসছেন চিড়িয়াখানায়। বার্নাউলের The Lesnaya Skazka Zoo-তে এখন প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ভিটাস। চিড়িয়াখানার অনেকে বলছেন, শাবকটি তার মাকে ডাকার সময় অদ্ভুত সুর তোলে। সেই ডাক অনেকটা পাখির কলতানের মতো। আবার কিছুটা বন্য বাঁদরের ডাকের মতোও বটে! তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, সেই ডাকে কোনও যন্ত্রণা নেই। বরং আহ্লাদে আটখানা হয়েই শাবকটি ওরকম ডাক ছাড়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.