আকাশের চাঁদ সত্যি সত্যি ধরা দিতে যাচ্ছে জাপানি ধনকুবেরকে। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছরের মধ্যে তিনি উড়াল দেবেন চাঁদের পথে। কিন্তু চাঁদ ছোঁয়ার এ সৌভাগ্যে তিনি সঙ্গী করতে চান অন্যদেরও। চন্দ্রভ্রমণের সঙ্গে নিতে চান বিশ্বের নানা প্রান্তের আটজনকে। সেই চাওয়া থেকেই বিনা খরচে চাঁদে যেতে আগ্রহী লোকজনকে খোলাখুলি প্রস্তাবও দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এই বিরল প্রস্তাব দেওয়া ব্যক্তিটি হলেন জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকু মায়জাওয়া (৪৫)। স্পেসএক্সের তৈরি নভোযানে করে ওই চন্দ্র অভিযানে যেতে ২০১৮ সালে তিনিই প্রথম বুকিং দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.