চাষের জন্য ইজারা নেওয়া জমিতে কারখানা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য মজুতাগারের (সাইলো) ইজারা দেওয়া জমিগুলোর শ্রেণি পরিবর্তন করা হয়েছে। চাষাবাদের জন্য ইজারা দেওয়া হলেও সেখানে গড়ে তোলা হয়েছে চালকল, পুকুর ও বসতবাড়ি। এ কাজ করতে গিয়ে নির্ধারিত পরিমাণ জমির বাইরের অংশও দখল করা হয়েছে।
যাঁরা ইজারা পাননি, তাঁরাও সাইলোর জমি দখল করেছেন। সাইলো সড়ক ও সান্তাহার স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে দখল করে প্রায় অর্ধশত পুকুর খনন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও উচ্ছেদ বা জমির শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সাইলো কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চাষাবাদ
- খাদ্য মন্ত্রণালয়
- পুকুর খনন