![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fc1797b4b-87c4-4cef-a000-e7b8ee352e39%252FPANCHAGARH_DH0801_20210302_5.jpg%3Frect%3D0%252C35%252C1800%252C945%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে পঞ্চগড়ের কিশোরীরা
স্টেডিয়ামের মাঠে সার বেঁধে দাঁড়ানো প্রায় ৫০০ কিশোরী। বেশির ভাগের পরনেই ‘ডো বক’। এই ডো বক হলো মার্শাল আর্টের বিশেষ পোশাক। গতকাল মঙ্গলবার এ পোশাকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে হাজির হয়েছিল কিশোরীরা। আত্মরক্ষায় তারা নেয় মার্শাল আর্ট প্রশিক্ষণ।
মুজিব বর্ষ উপলক্ষে আত্মরক্ষা ও ক্ষমতায়নে পঞ্চগড়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরীরা পাচ্ছে এ ব্যুত্থান মার্শাল আর্ট প্রশিক্ষণ। আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে এর উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আত্মরক্ষা
- কিশোরী
- মার্শাল আর্ট