অ্যান্টার্কটিকার হিমশৈলে আবারো বড়সড় ফাটল
অ্যান্টার্কটিকার হিমশৈলে আবারো দেখা দিয়েছে বড়সড় ফাটল। ৪৯০ স্কয়ার মাইলের বিশাল এ হিমশৈলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। হিমশৈলটি ভেঙে বর্তমান অবস্থান থেকে সরেও যেতে পারে বলে মত বিশেজ্ঞদের। একই সঙ্গে এতে করে গোটা এলাকার সামুদ্রিক বাস্তুসংস্থান ক্ষতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের।
এদিকে হিমশৈলে ফাটলের ঘটনায় মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। পৃথিবীর একমাত্র বরফে ঘেরা বৃহত্তম অঞ্চল অ্যান্টার্কটিকার হিমশৈলে মানে ব্রুন্ট আইস শেলফে এ ফাটল দেখা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজ্ঞানী
- পর্যবেক্ষণ
- ফাটল