ভোট বাড়ছে আওয়ামী লীগের
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৯:৩৫
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। দলটি আগের পৌরসভা ভোটের তুলনায় এবার ৫ শতাংশ ভোট বেশি পেয়েছে। বিপরীতে ভোট কমছে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির। দলটি ২০১৫ সালের পৌরসভা নির্বাচনের তুলনায় সাড়ে ৬ শতাংশ ভোট কম পেয়েছে। সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) শেষ ধাপসহ ৫টি ধাপে দেশের ২৩০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থীরা ১৮৫টি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ১১টি পৌরসভায়। এ ছাড়া জাতীয় পার্টি ও জাসদ একটি করে পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছে। অপরদিকে ৩২টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের প্রায় সকলেই ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৪ সপ্তাহ আগে
৮ মাস, ৪ সপ্তাহ আগে