ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। দলটি আগের পৌরসভা ভোটের তুলনায় এবার ৫ শতাংশ ভোট বেশি পেয়েছে। বিপরীতে ভোট কমছে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির। দলটি ২০১৫ সালের পৌরসভা নির্বাচনের তুলনায় সাড়ে ৬ শতাংশ ভোট কম পেয়েছে। সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) শেষ ধাপসহ ৫টি ধাপে দেশের ২৩০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থীরা ১৮৫টি পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছে। বিএনপি জিতেছে ১১টি পৌরসভায়। এ ছাড়া জাতীয় পার্টি ও জাসদ একটি করে পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছে। অপরদিকে ৩২টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের প্রায় সকলেই ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.