দিল্লি-মস্কো আরও কাছাকাছি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৮:২৯
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বার রাশিয়াকে পাশে পেল নয়াদিল্লি।আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড গোষ্ঠীতে (আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া) ঢুকতে চায়নি রাশিয়া।
ভারতের সঙ্গে পৃথক ভাবে দৌত্য চালিয়েছে তারা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গত সপ্তাহে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার মস্কো সফরে বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্থির হয়েছে, আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলিকে কেন্দ্রে রেখে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য এবং যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াবে ভারত এবং রাশিয়া।