![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/02/analtests-020321-01.jpg/ALTERNATES/w640/analtests-020321-01.jpg)
কোভিড পরীক্ষায় পায়ুপথের নমুনা নেওয়া বন্ধ করুন: চীনকে জাপান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৯:৪৪
পায়ুপথে নমুনা সংগ্রহের সময় ‘মর্মপীড়ায়’ ভুগেছেন; জাপানের কয়েকজন নাগরিকের এমন অভিযোগের পর দেশটির সরকার চীনা কর্তৃপক্ষকে সে দেশে প্রবেশ করা জাপানিদের কোভিড-১৯ পরীক্ষায় পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ বন্ধ করার আহ্বান জানিয়েছে।