মুশতাক আহমেদের মৃত্যুর ব্যাপারে পরিবার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে না
ভয়, আতঙ্ক কিংবা শোক - যে কারণেই হোক কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের ঢাকার লালমাটিয়ার ফ্লাট বাড়িতে বসবাস করা বয়:বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী সাংবাদিক ও মানবধিকার সক্রিয়বাদীদের সাথে একটি কথাও বলছেন না। বহুতল বিশিষ্ট ফ্লাট বাড়ির যে ফ্লাটটিতে তারা থাকেন সেখানে যাওয়াও বারণ বলে জানালেন বাড়ির নিরাপত্তা কর্মী মোমিন মিয়া।
লেখক মুশতাকের কোনো ভাই নেই, বোনেরা থাকেন বিদেশে। বহু চেষ্টা তদবিরের পরেও ভয়েস অফ আমেরিকার সাথে দু-একটি কথা বলতে রাজি হলেন প্রয়াত মুশতাক আহমেদের চাচাতো ভাই ডা. নাফিস-উর-রহমান। ডা. নাফিস জানান, মুশতাক আহমেদের মৃত্যুর ব্যাপারে তার পরিবার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে না। তিনি বলেন, মানসিক নির্যাতন সহ্য করতে না পারাই লেখক মুশতাকের মৃত্যুর অন্যতম কারণ।