বৈদেশিক ঋণের চাপে বিপাকে পাকিস্তান!
বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে নানা সময়ে ঋণ নিয়ে চাপের মুখে পড়েছে পাকিস্তান। চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে দেশটি। এর মধ্যে আছে গত মাসে চীন থেকে নেওয়া ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বাণিজ্যিক ঋণ।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে সরকার একাধিক আর্থিক উৎস থেকে ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ লাভ করেছে। গত অর্থবছরের একই সময়ে মোট ঋণের পরিমাণ ছিল ৬ শতাংশ বা ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার।