শূন্যতা বাড়িয়ে গেলেন মকসুদ ভাই
সাংবাদিক, গবেষক, কলাম লেখক ও সমাজকর্মী সৈয়দ আবুল মকসুদ ৭৪ বছর বয়সে পরলোকে যাত্রা করলেন। সব জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মকসুদ ভাইও তা করলেন। আর ৭৪ বছরে মৃত্যুকে অকালপ্রয়াণ বলারও সুযোগ নেই। বরং পরিণত বয়সেই তিনি মারা গেলেন। তবে একেবারেই আকস্মিক। যেদিন সন্ধ্যায় মারা গেলেন, সেদিনও দিনের বেলায় যোগ দিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সারাটা জীবনই তো ব্যয় করলেন সমাজের জন্য।
পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। সফলও হয়েছেন এ ক্ষেত্রে। সরকারি মালিকানায় পরিচালিত বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করতেন। পাশাপাশি নিয়োজিত ছিলেন নিরবচ্ছিন্ন গবেষণার কাজে। কলাম লিখতেন বিভিন্ন পত্রপত্রিকায়। বিশেষত প্রথম আলোতে। পরিবেশ থেকে বন্দর, যেকোনো বিষয়ে দেশের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে হতেন সক্রিয়। মাথা নত করেননি বিরূপ প্রতিকূলতায়।