আ.লীগ সমর্থকেরাও কেন ভোটকেন্দ্রে যাচ্ছেন না, বিস্মিত খুলনার মেয়র
খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেছেন, বর্তমানে ভোটের পরিস্থিতি এমন হয়েছে, কোনো সমস্যা না থাকার পরও ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছেন না। এমনকি আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট দিতে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে তিনি বিস্মিত।
আজ মঙ্গলবার সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবস-২০২১ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তালুকদার আবদুল খালেক এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত–১ আসনের উপনির্বাচনের উদাহরণ টেনে মেয়র বলেন, তিনটি ওয়ার্ডে ৭৫ হাজারেরও বেশি ভোটার আছে। কিন্তু ভোট পড়েছে মাত্র ১১ শতাংশ। আসলে ভোটাররা কেন ভোটকেন্দ্রে যাচ্ছেন না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.