‘নতুন রাজাকারদের’ হাতে দেশকে ছেড়ে দিতে পারি না: ফজলে হোসেন বাদশা
অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যারা লুট করছে, তাদের ‘নতুন রাজাকার’ বলে অভিহিত করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, বাংলাদেশ কারও জমিদারি হয়ে যায়নি। এই দেশ কোনো ‘বিজনেস বা করপোরেট গ্রুপের লুটপাটের লীলাভূমি’ নয়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশে এসব কথা বলেন রাজশাহী-২ আসনের এ সাংসদ। বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদনকেন্দ্র নির্মাণের নামে ম্রো আবাসভূমি বেদখলের প্রতিবাদে ‘চিম্বুক পাহাড়ে ম্রো ভূমি রক্ষা আন্দোলন’ ব্যানারে ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।