কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Bengal polls election 2021: গ্যাসের ঘায়ে মূর্ছা গেলেন মিমি, রক্ত বিক্রি করতে হবে নাকি! ক্ষুব্ধ অভিনেত্রী-সাংসদ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৫:১২

রান্নার গ্যাসের দাম দিতে কি এ বার রক্ত বেচতে হবে দেশবাসীকে? জানতে চাইলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। টুইটারে লিখলেন, ‘সকালে বাড়িতে রান্নার গ্যাস দিতে এসেছিল। দাম শুনেই আমার মূর্ছা যাওয়া দশা’! এরপর হিন্দিতে কেন্দ্রকে আক্রমণ করে মিমি লেখেন, ‘কেয়া হুয়া তেরা ওয়াদা? আত্মনির্ভর ক্যা এইসা বনেঙ্গে ইন্ডিয়া খুন বেচকে আপনা’। দেশকে আত্মনির্ভর বানানোর কথা নিজের প্রতিটি বক্তৃতার শুরুতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চার দফায় ২২৫ টাকা বেড়ে কলকাতায় এখন ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হচ্ছে ৮৪৫.৫০ টাকা দিয়ে। সোমবার থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে মিমির বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার দিতে আসেন রান্নার গ্যাস সরবরাহকারীরা। তবে বিল মেটাতে গিয়ে দাম শুনে মাথা ঘুরে পরে যাওয়ার অবস্থা হয় তাঁর। ক্ষুব্ধ মিমি এরপর টুইট করে জানতে চেয়েছেন, এভাবেই কি দেশকে আত্মনির্ভর করার কথা ভাবছে কেন্দ্র? যদি তা-ই ভেবে থাকে, তাহলে বোধ হয় নিজেদের রক্ত বেচেই আত্মনির্ভর হতে হবে দেশের জনতাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও