Boss is always right

নয়া দিগন্ত ফ্লোরা সরকার প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৩:৪৪

আমাদের অফিস-আদালতে ভীষণ ভুল একটা শিক্ষা দেয়া হয় এবং সেটা হলো - Boss is always right. ব্রিটিশদের দেয়া এই শিক্ষা আমরা এখনো মাথা পেতে পালন করি। চাকরি জীবনের শুরু থেকে অনেক অফিসের সেক্রেটেরিয়েট টেবিলের কাচের নিচে এই লেখা বড় বড় অক্ষরে লেখা থাকতে দেখেছি। উপনিবেশিক শক্তি চলে যা, কিন্তু উপনিবেশিক মনটা থেকে যায়। যে মন উপনিবেশিক শক্তির চেয়েও শক্তিশালী। এই প্রসঙ্গে কেনিয়ার সাহিত‍্যিক এবং লেখক গুগি ওয়া টি ওঙ্গোর 'ডিকলোনাইজিং দ‍্যা মাইন্ড' বইয়ের একটা অংশ তুলে ধরছি, 'কৃষ্ণাঙ্গদের মহাদেশে যে কেউ বুঝতে শুরু করে আসল ক্ষমতা প্রথম প্রত‍্যুষের গোলার মধ‍্যে নয়, বরং গোলার পরে যা এসেছে সেটার মধ‍্যেই নিহিত।

কাজেই গোলার পেছনেই ছিল নতুন স্কুল। আর নতুন স্কুলের ছিল গোলা আর চুম্বক উভয়েরই স্বভাব। গোলার কাছ থেকে নিয়েছে যুদ্ধবাজি অস্ত্রের দক্ষতা। কিন্তু গোলার চেয়েও বেশি স্থায়ী বিজয় অর্জন করেছে নতুন স্কুল। গোলা শক্তি প্রয়োগ করে শরীরের ওপর। আর স্কুল দুর্বার আকর্ষণে টানে আত্মাকে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও