কোভিডের ধাক্কায় মন্দা কাটিয়ে অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরল ভারতীয় অর্থনীতি। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) জানাল, ২০২০-২১ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৪ শতাংশ। কোভিড সংক্রমণ ও লকডাউনের জেরে গত দুটি ত্রৈমাসিকে তলানিতে চলে গিয়েছিল দেশটির অর্থনীতি। তাই শেষ দুটি ত্রৈমাসিকে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেও পুরো অর্থবছরের জিডিপি ৮ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস দিয়েছে এনএসও।
করোনা সংক্রমণ রুখতে ভারতে পূর্ণাঙ্গ লকডাউন শুরু হয়েছিল গত বছরের ২৫ মার্চ থেকে। টানা ৭৮ দিনের লকডাউনের পর ধীরে ধীরে শুরু হয় আনলক পর্ব। লকডাউনের জেরে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল, মে, জুন) জিডিপি সংকুচিত হয়েছিল ২৩ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সংকুচিত হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। অর্থনীতির ভাষায় পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপির সংকোচন হলে ‘মন্দা’ ঘোষিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.