মিয়ানমারে ১০ সাংবাদিক আটক
মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার তাদের আটক করা হলেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি বলে জানা গেছে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী।
তবে ২৮ ফেব্রুয়ারি রোববার বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত রকমের সহিংস ভূমিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।