![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2021/March/02Mar21/fb_images/sangbad_bangla_1614667354.jpg)
একক নাটক ‘বাসা ভাড়া’
সংবাদ
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৩:০১
একক নাটক ‘বাসা ভাড়া’ নির্মিত হয়েছে একক নাটক ‘বাসা ভাড়া’। ফারুক আহমেদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নেওয়াজ জনি, সেলিনা আফ্রি, সিয়াম নাসির, সুহাসিনী সুহা, প্রান্ত ইসলাম, শায়লা সুলতানা সাথী, এইচকে স্বাধীন,
শাহরিয়ার প্রিন্স, হারুন রশিদ প্রমুখ। নগরীর উত্তরার দিয়া বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। কমেডি ঘরানার নাটকটি প্রযোজনা করেছে শেকড় মাল্টিমিডিয়া। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
- ট্যাগ:
- বিনোদন
- নির্মাণ
- অভিনেতা-অভিনেত্রী
- নতুন নাটক