‘মুগ্ধতার সড়ক’ সম্প্রসারণের নামে পাহাড় কেটে সাবাড়!
এক পাশে সবুজের উঁচু-নিচু বিছানা, অন্য পাশে কাপ্তাই হ্রদের আকাশনীল জলরাশি। চোখে ধরা দেয় অনন্য সৌন্দর্য , যেন শিল্পীর তুলিতে আঁকা কোনও ফ্রেমবন্দি ছবি। অপরূপা রাঙামাটির আসামবস্তি-কাপ্তাইয়ের ১৮ কিলোমিটার দূরত্বের পুরো সড়কটি ছয় মাস আগেও ছিল এমন মুগ্ধতায় ভরা। এলাকাবাসী ভালবেসে এর নাম দিয়েছিল ‘মুগ্ধতার সড়ক’। ফলে পার্বত্য এই শহরে বেড়াতে আসা পর্যটকদের অনিবার্য গন্তব্য হয়ে ওঠে এই রাঙামাটি-কাপ্তাই নতুন সড়ক।
সেই সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নিয়ে এখন নষ্ট হয়ে গেছে এর রূপ। স্থানে স্থানে খাবলা দিয়ে কেটে নেওয়া হয়েছে পাহাড়, জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। সড়কের পাশের শতাধিক ছোট-বড় পাহাড় বা টিলা কাটলেও নেওয়া হয়নি পরিবেশ অধিদফতরের কোনও অনুমতি। সড়ক সম্প্রসারণের নামে এভাবে পাহাড় কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাঙামাটির সুশীল সমাজ।