কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেনে ঘটছে ছিনতাই, থামছে না ঢিল ছোঁড়ার ঘটনা

বাংলা ট্রিবিউন বাংলাদেশ রেলওয়ে ভবন প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ০৯:৩৩

ছিনতাইকারী হাত থেকে নিজের কাছে থাকা ব্যাগটি রক্ষা করতে গিয়ে গত (২৪ ফেব্রুয়ারি) চলন্ত ট্রেন থেকে পড়ে বর্তমানে শয্যাশায়ী রয়েছে গার্মেন্টস কর্মী সাবিনা ইয়াসমিন। ‘মাথায় আঘাত পাওয়ায় ঘটনার পর থেকেই কাউকে চিনতে পারছেন না। মাথায় তীব্র যন্ত্রণা, নড়াচড়া করলেই বমি করছেন। তরলজাতীয় খাবার ছাড়া আর কিছুই খেতে পারছেন না। অভাবের সংসারে এ যেন এক মরার উপর খাড়ার ঘা’—বাংলা ট্রিবিউনের কাছে এভাবেই বর্তমান পরিস্থিতির কথা বলছিলেন সাবিনা ইয়াসমিনের বোন তাসলিমা আক্তার।

চিকিৎসকরা তাদের জানিয়েছেন, সিটি স্ক্যান করানো হয়েছে। মাথায় রক্তক্ষরণ হয়েছে। তবে কোনও অপারেশনের প্রয়োজন হবে না। সাবিনা ইয়াসমিনের সুস্থ হতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সে কারণেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনদিন চিকিৎসা নেওয়ার পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) আর্থিক সংকটের কারণে তাকে নিয়ে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুর্গাপুরে চলে যায় পরিবারের সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও