নৌকার শোচনীয় হারের তিন কারণ
বগুড়া পৌরসভা নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবু ওবায়দুল হাসান। ভোটের হিসাবে তিনি বিজয়ী বিএনপি প্রার্থীর দূরের কথা, দ্বিতীয় হওয়া স্বতন্ত্র প্রার্থীরও ধারেকাছে ভিড়তে পারেননি। পরাজয়ের পেছনে তিনটি কারণকে সামনে আনছেন নেতা-কর্মীরা—উপযুক্ত প্রার্থী দিতে না পারা, ‘বিদ্রোহী’ প্রার্থীকে বসাতে দৃশ্যমান তৎপরতার অভাব এবং ওয়ার্ড কাউন্সিলরের পদগুলোতেও দলীয় সমর্থন দেওয়া।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে, বগুড়া পৌরসভা নির্বাচনে ৫৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে। মেয়র পদে রেজাউল করিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট (মোট ভোটের ৪৯ দশমিক ৭৯ শতাংশ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবদুল মান্নান আকন্দ। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট (৩৪ শতাংশ)। আর নৌকা প্রতীকের প্রার্থী আবু ওবায়দুল হাসান পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট (১২ শতাংশ)। অর্থাৎ রেজাউলের চেয়ে ৬২ হাজার ১২৮ ভোট আর মান্নানের চেয়ে ৩৬ হাজার ১ ভোট কম পেয়েছেন ওবায়দুল। নিয়মানুযায়ী, মোট পড়া ভোটের ৮ শতাংশ না পাওয়ায় জামানত হারাচ্ছেন তিনি।