বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে কারাগারে বন্দি রুপম নামের এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম জেলা সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ ৪ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। এই অভিযোগে সোমবার মহানগর হাকিম ২ এর বিচারক হোসাইন মো: রেজার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী পাহাড়তলীর বাসিন্দা ঝর্ণা রাণী দেবনাথ। তবে আদালত মামলা আমালে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন বলে জানান বাদীর কৌশলী এডভোকেট ভুলন লাল ভৌমিক।
তিনি বলেন, অসুস্থ রুপম কান্তি নাথ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিরাপদ-হেফাজত আইন ২০১৩ মামলা দায়ের করেছি। মামলার বরাত দিয়ে তিনি আরো বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর লেনদেন সংক্রান্ত একটি মামলায় কারাগারে যান রুপম। এরপর থেকে রুপমের পূর্বপরিচিত রতন ভট্টাচার্য নামের এক ব্যক্তি কারাগারের কর্মকর্তা ও কারা হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে নির্যাতন করে আসছেন। গত ২৪ ফেব্রুয়ারি বিষয়টি জানার পর আদালতে আবেদন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.