![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Feb822d81-309c-4b56-827f-31a4eef47275%252FCENTRAL_FORCE_at_KOLKATA__1.JPG%3Frect%3D0%252C0%252C1620%252C851%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: আগেভাগেই আধা সামরিক বাহিনী নিয়োগ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ করতে নির্বাচন কমিশন এবার আগেভাগেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা আধা সামরিক বাহিনী পাঠিয়ে দিয়েছে। রাজ্যে ইতিমধ্যে ১০ প্লাটুন আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে। এর মধ্যে গত শনিবার কলকাতায় পৌঁছেছে তিন প্লাটুন নিরাপত্তা বাহিনী।
আধা সামরিক বাহিনীর সদস্যরা গতকাল রোববার থেকে কলকাতাসহ রাজ্যের স্পর্শকাতর এলাকায় ‘রুট মার্চ’ শুরু করেছেন। এই রাজ্যে এখন পর্যন্ত বরাদ্দ করা হয়েছে ১২৫ প্লাটুন আধা সামরিক বাহিনী।