আরও কঠোর জান্তা, সু চির বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ
মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আজ সোমবার দুটি নতুন ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। একই দিন অজ্ঞাত স্থান থেকে আদালতের শুনানিতে অংশ নেন সু চি। আগের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর সু চির বিরুদ্ধে আরও কঠোর হতে দেখা গেল সামরিক জান্তা সরকারের।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। সেই থেকে সু চিকে দেখা যাচ্ছিল না। তিনি কোথায় আছেন, কীভাবে আছেন, সেই খোঁজও মিলছিল না।