![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/01/hatice-cengiz-010321-01.jpg/ALTERNATES/w640/hatice-cengiz-010321-01.jpg)
‘দ্রুত’ সৌদি যুবরাজের শাস্তি চান খাশুগজির বাগদত্তা
সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমানকে ‘দ্রুত শাস্তি দেওয়ার’ দাবি জানিয়েছেন খুন হওয়া সাংবাদিক জামাল খাশুগজির বাগদত্তা হাতিজে চেঙ্গিস।
সোমবার এক টুইটে হাতিজে লেখেন, ‘‘দেরি না করে যুবরাজের শাস্তি নিশ্চিত করা জরুরি।
‘‘যদি যুবরাজকে শাস্তি দেওয়া না হয়, তবে আমাদের সবার সামনে আজীবনের জন্য এটা একটি দৃষ্টান্ত হয়ে যাবে যে, হত্যার পর মুলহোতা শাস্তি এড়িয়ে যেতে পারেন। যা আমাদের সবার জন্য বিপদজনক হবে এবং এটা আমাদের মানবতার উপর কলঙ্ক।”