কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপানে ৯ বাংলাদেশি নাবিকের করোনা শনাক্ত

প্রথম আলো জাপান প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১৮:৩৭

নতুন একটি জাহাজ নিতে জাপানে আসা ২০ জন বাংলাদেশি নাবিকের মধ্যে ৯ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই নাবিকদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশি নাবিকেরা ২৩ জানুয়ারি নবনির্মিত একটি জাহাজ বুঝে নেওয়ার জন্য জাপানের শিকোকু দ্বীপের ইমাবারি শহরে আসেন। তখন নমুনা পরীক্ষায় সবারই করোনা নেগেটিভ আসে। নির্ধারিত কোয়ারেন্টিন শেষে তাঁরা ৫ ফেব্রুয়ারি থেকে নতুন জাহাজ চালনা এবং জাহাজে সংযুক্ত বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য ইমাবারি শিপ বিল্ডিং কোম্পানিতে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাহাজ নিয়ে তাঁদের চীনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে