ফেব্রুয়ারিতে ৪৮ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ করেছে বিজিবি
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে, ৫ লাখ ৭২ হাজার ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ হাজার ৮৭৮ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৬৭৯ বোতল বিদেশি মদ, ৯১৪ ক্যান বিয়ার, ২ হাজার ৬৯ কেজি গাঁজা, ৬ কেজি ৫৩৬ গ্রাম হেরোইন, ৫ হাজার ৫৭৪টি উত্তেজক ইনজেকশন, ৫ হাজার ৬৫৭টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬৫৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৪ লাখ ৭৩ হাজার ৬৮টি অন্যান্য ট্যাবলেট।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১১ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে