কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিমার ক্ষতিপূরণ নিয়ে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বার্তা২৪ গণভবন প্রকাশিত: ০১ মার্চ ২০২১, ১৫:১৫

বিমাকে জনপ্রিয় করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাহকরা বিমার প্রিমিয়ামের টাকা যেমন সঠিকভাবে দেন, আবার বিমার টাকাও যেন গ্রাহকরা সঠিকভাবে পান সে বিষয়টাও যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন।

পাশাপাশি বিমা প্রতিষ্ঠানকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ব্যবসা করেন অনেকেই বিমা করেন ঠিক আছে, অনেক সময় দেখা যায় কোনো ক্ষতি না হলেও নিজেরা আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে যেমন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো এটা করে একটা মোটা অংকের টাকা চায়। কিন্তু আসলে খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করে, সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে, তাদেরকে আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে, যে তারা যেন আবার অন্য কোনভাবে অল্প ক্ষতিকে বড় ক্ষতি হিসেবে না দেখায়। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও