![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Magura-Burned-Dead-Body-Recovered-Pic-02-2103010902.jpg)
মাগুরায় মেহেগনি বাগান থেকে জ্বলন্ত লাশ উদ্ধার
মাগুরায় সদর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি মেহেগনি বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় হত্যার পর বাগানে স্তুপকৃত পাতার আগুনে লাশটি পুলিয়ে ফেলার চেষ্টা করা হলেও বেলা ১২ টা পর্যন্ত আগুন জ্বলছিল।
সোমবার সকালে এলাকাবাসি গ্রামের মধ্যে বুড়ির বাজারের পাশে বাগানের মধ্যে লাশটি জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০ টার দিকে পিবিআই এবং সিআইডিকে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু হয়।