You have reached your daily news limit

Please log in to continue


কেন আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডই বেশি পছন্দ গেটসের?

এখনও আইফোনের আইওএসের চেয়ে অ্যান্ড্রয়েডেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ক্লাবহাউস অ্যাপে ‘অডিও অনলি’ সাক্ষাৎকারে এ ব্যাপারে নিজ অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিন এবং ক্লাবহাউস সহ-প্রতিষ্ঠাতা পল ডেভিডসনকে বিল গেটস জানান, অতীতে অ্যান্ড্রয়েডের পক্ষে রায় দিয়েছিলেন, এখনও তা পাল্টায়নি। হাতে কখনোবা আইফোন থাকলেও তা নেহাত দরকার পড়লেই ব্যবহার করেন। দৈনন্দিন অন্যান্য কাজের জন্য জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস-ই পছন্দ গেটসের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন