মাছ শিকারে নিশেধাজ্ঞা : তেঁতুলিয়া পাড়ের জেলেদের কী হবে?
দেশের ছয়টি অভয়আশ্রমে আজ সোমবার (১লা মার্চ) থেকে সকল ধরনের মাছ শিকারে দুই মাসের নিশেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় এসব অভয়আশ্রম চিহ্নিত এলাকায় মাছ ধরা এবং মাছের চলাচল বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তবে অবরোধের সময় জেলেদের জন্য এবছরও বিশেষ কোনো প্রণোদনা দেয়া হয়নি।
ফলে কিভাবে জীবিকা নির্বাহ করবেন তা নিয়ে চিন্তিত জেলে সম্প্রদায়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে যে ছয়টি অভয়াশ্রম আছে সেগুলো হচ্ছে- পটুয়াখালী জেলার কলাপাড়ার আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার, চর ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার,