![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffine-20210301092021.jpg)
অনুমোদনহীন ওষুধ তৈরির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
নোয়াখালীর চাটখিল বাজারে সরকারি অনুমোদনহীন ইউনানি ওষুধ তৈরি করায় নুর আলম (৫৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা ও ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মাকসুদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারাদণ্ড
- অনুমোদনহীন ওষুধ জব্দ