২৮টিতে আ.লীগের, একটিতে বিএনপির জয়
সংঘাত, শঙ্কা আর নানা অভিযোগে মধ্য দিয়ে ৩১টি পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ।
পঞ্চম ধাপের ইশতেহার অনুযায়ী ২৯টি পৌরসভার নির্বাচন হয়েছে। আর শরীয়তপুরের ডামুড্যা ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্থগিত হওয়া নির্বাচনও আজ অনুষ্ঠিত হয়েছে। আজও সৈয়দপুরে নির্বাচনী সংঘাতে একজনের মৃত্যু হয়েছে।
৩১টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩১টির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন। দুটিতে জিতেছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীরা। তাঁরা হলেন শরীয়তপুরের ডামুড্যায় রেজাউল করিম রাজা ছৈয়াল এবং রংপুরের হারাগাছে এরশাদুল হক। বগুড়া পৌরসভায় বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবদুল মান্নান আকন্দ পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট।