সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ছোটন অধিকারী (৫৪)। তিনি শহরের ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ প্রতীক) কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ কেন্দ্রের সামনে হঠাৎ দুপুর ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের কয়েক জনকর্মী বিবাদে জড়িয়ে পড়েন। ওই কেন্দ্রে নিজেদের প্রাধান্য বিস্তার করতে তাঁরা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ছোটন অধিকারীর ওপর হামলে পড়েন কাউন্সিলর প্রার্থী মাদেদুর রহমান (উটপাখি) ও আকতার হোসেনের (পাঞ্জাবি) লোকজন। এক অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত হন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজম আলী সরকার। দুজনকেই সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। ছোটন অধিকারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আজম আলী সরকারকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.