দিনাজপুরে সজনের গাছে গাছে ফুলের সমারোহ
সাদা ফুলে ফুলে ছেয়ে গেছে সজনের গাছ। দেখে যেন মনে হয়, শ্বেত পালক ছড়িয়ে বসে আছে কোনো সাদা ধবধবে বক পাখি। এখন দিনাজপুরের সর্বত্রই সজনে গাছে ফুলের সমারোহ।
ফাল্গুন মাসের শুরু থেকে এসব গাছে ফুল ফুটতে শুরু করে। চৈত্র মাসে শুরু হয় সুস্বাদু সজনে খাওয়ার উপযোগী। এখন থেকে এই সজনে আষাঢ় মাস পর্যন্ত পাওয়া যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফুল
- সুস্বাদু খাবার
- ফাল্গুন